Wellcome to National Portal
Main Comtent Skiped

Image
Title
An exchange meeting on law and order was held at Hanif Bhuiyan School and College ground of No. 4 Alaiyarpur Union under Begumganj Police Station of Noakhali District.
Details

নোয়াখালী জেলার বেগমগঞ্জ মডেল থানার আয়োজনে বেগমগঞ্জ থানাধীন ৪নং আলাইয়ারপুর ইউনিয়নের হানিফ ভূঁইয়া স্কুল এন্ড কলেজ মাঠে জনাব লিটন দেওয়ান, অফিসার ইনচার্জ, বেগমগঞ্জ মড়েল থানা,নোয়াখালী‘এর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক পুলিশ সুপার,নোয়াখালী মহোদয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার নোয়াখালী মহোদয় জেলা পুলিশের সাথে এলাকাবাসীর সম্প্রীতি বৃদ্ধি করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং স্থানীয় সমস্যাগুলো সমাধানের উপায় খুঁজে বের করার উপর গুরুত্বরোপ করেন। দেশের কল্যাণে সকলকে এক হয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহব্বান জানান।


সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মো: আরিফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, বেগমগঞ্জ নোয়াখালী। জনাব আবু তৈয়ব মো:আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), নোয়াখালী। জনাব নাবিল রহমান, ক্যাপ্টেন, বাংলাদেশ সেনাবাহিনী, জনাব মোঃ গোলাম মোরর্শেদ,সহকারী পুলিশ সুপার, র্যা ব ক্যাম্প-৩ বেগমগঞ্জ, নোয়াখালী, জনাব মনীষ দাশ, সহকারী পুলিশ সুপার(চাটখিল সার্কেল), নোয়াখালীসহ জেলা পুলিশের অন্যান্য অফিসার-ফোর্স, স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনগণ,ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।