নোয়াখালী জেলার বেগমগঞ্জ মডেল থানার আয়োজনে বেগমগঞ্জ থানাধীন ৪নং আলাইয়ারপুর ইউনিয়নের হানিফ ভূঁইয়া স্কুল এন্ড কলেজ মাঠে জনাব লিটন দেওয়ান, অফিসার ইনচার্জ, বেগমগঞ্জ মড়েল থানা,নোয়াখালী‘এর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক পুলিশ সুপার,নোয়াখালী মহোদয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার নোয়াখালী মহোদয় জেলা পুলিশের সাথে এলাকাবাসীর সম্প্রীতি বৃদ্ধি করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং স্থানীয় সমস্যাগুলো সমাধানের উপায় খুঁজে বের করার উপর গুরুত্বরোপ করেন। দেশের কল্যাণে সকলকে এক হয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহব্বান জানান।
সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মো: আরিফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, বেগমগঞ্জ নোয়াখালী। জনাব আবু তৈয়ব মো:আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), নোয়াখালী। জনাব নাবিল রহমান, ক্যাপ্টেন, বাংলাদেশ সেনাবাহিনী, জনাব মোঃ গোলাম মোরর্শেদ,সহকারী পুলিশ সুপার, র্যা ব ক্যাম্প-৩ বেগমগঞ্জ, নোয়াখালী, জনাব মনীষ দাশ, সহকারী পুলিশ সুপার(চাটখিল সার্কেল), নোয়াখালীসহ জেলা পুলিশের অন্যান্য অফিসার-ফোর্স, স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনগণ,ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস