Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বেগমগঞ্জ থানার মীরওয়ারিশপুর ইউপির লালপুর গ্রাম হতে মাটিচাপা দেয়া লাশ উদ্ধার এবং এ ঘটনায় দুইজনকে আটক
বিস্তারিত
বেগমগঞ্জ থানার মীরওয়ারিশপুর ইউপির লালপুর গ্রাম হতে মাটিচাপা দেয়া লাশ উদ্ধার এবং এ ঘটনায় দুইজনকে আটক
১। ঘটনার বিবরণঃ- অদ্য ০৭/০৯/২০২২ইং দুপুরের দিকে জনৈক ব্যক্তি থানায় ফোন করে জানায় যে, বেগমগঞ্জ থানা মিরওয়ারিশপুর ইউপি এলাকার লালপুর গ্রামের আব্দুল করিম হাজী বাড়ির একটি ছেলে্কে তাহার পরিবারের সদস্যরা পারিবারিক কোন্দলের জের ধরে হত্যা করে লাশ গুম করিয়া রাখিয়াছে। উক্ত সংবাদের ভিত্তিতে ছেলেটির বাবা বশির হোসেন বাবুল মিয়াকে ফোন করা হলে তিনি জানান যে, তার ছেলে শাকিল ২০,০০০ টাকা না পেয়ে রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছে। তবুও ঘটনার সত্যতা যাচাই করার জন্য বেগমগঞ্জ থানা পুলিশের একটি টিম উক্ত বাড়িতে যায় এবং বাবুল মিয়া এবং তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদ করে। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বাবুল হোসেনের ছেলে এমাম হোসেন জানায় নিহত শাকিল মাদকাসক্ত ছিল। মাদকসেবনের টাকার জন্য গত ০৪/০৯/২০২২ইং রাত অনুমান ১০.০০/১০.৩০ ঘটিকার দিকে সে তার মা ফাতেমা বেগমকে মারধর করে। এতে তার মা অজ্ঞান হয়ে যায়। এটা নিয়ে ভিকটিম শাকিলের ভাই এমাম হোসেন গলা টিপে শ্বাসরোধ করে শাকিলকে হত্যা করে এবং পরে তার বাবা বশির হোসেন বাবুল মিয়াসহ রাতের আধারে মরদেহটি পুকুর পাড়ে মাটি চাপা দেয়। পরবর্তীতে তাদের দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে তাদের বাড়ির পিছনের পুকুরপাড় হতে মাটিচাপা দেওয়া অবস্থায় নিহত শাকিল এর মরদেহ উদ্ধার করা হয়। 
২। গ্রেফতারকৃত আসামীর নাম-ঠিকানাঃ-
ক। বশির হোসেন বাবুল মিয়া(৬০), পিতা- মৃত আমিনউল্ল্যাহ, মাতা- আফিয়া খাতুন
খ। এমাম হোসেন(২২), 
পিতা- বশির হোসেন বাবুল মিয়া, মাতা- ফাতেমা বেগম,
উভয় সাং- লালপুর আঃ করিম হাজী বাড়ী, ০৭ নং ওয়ার্ড, ০৯ নং মিরওয়ারিশপুর ইউ পি,সর্ব থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী।
৩। মামলার বিবরণঃ প্রক্রিয়াধীন।
৪। আসামীদের পিসিপিআরঃ- 
ক) বশির হোসেন বাবুল মিয়া এর বিরুদ্ধে নোয়াখালী এর ১। (MAQV) নোয়াখালী এর বেগমগঞ্জ থানার ,এফআইআর নং-৪৩, তারিখ- ২০ অক্টোবর, ২০০৬; জি আর নং-৪৫৫, তারিখ- ২১ অক্টোবর, ২০০৬; সময়- ধারা- ১৪৩/৪৪৮/৩২৩/৩৭৯/৪২৭ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী , ২। (E16R) নোয়াখালী এর বেগমগঞ্জ থানার ,এফআইআর নং-২৪, তারিখ- ১৬ ফেব্রুয়ারি, ২০০৬; জি আর নং-৭০, তারিখ- ১৭ ফেব্রুয়ারি, ২০০৬; সময়- ধারা- ৪৬৫/৪৬৭/৪৬৮ /৪০৬/৪২০/৩৪ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত
ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
11/09/2022
আর্কাইভ তারিখ
30/09/2022