অদ্য মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক,নোয়াখালী মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়, জনাব নিত্যানন্দ দাস, সহকারী পুলিশ সুপার, চাটখিল সার্কেল মহোদয়ের তত্ত্বাবধানে এবং জনাব মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী, অফিসার ইনচার্জ, চাটখিল থানা, নোয়াখালী এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার, এসআই (নিরস্ত্র) মোঃ আলমগীর হোসেন, এসআই (নিরস্ত্র) মোহাম্মদ রফিকুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) আঃ আলীম ইসলাম, এএসআই (নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর হোসেন, এএসআই (নিরস্ত্র) মোঃ মোস্তাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ চাটখিল থানাধীন চাটখিল পৌরসভাস্থ ০৭ নং ওয়ার্ড এর দশানী টবগা নামক এলাকার রনখোলা ব্রীজের নিচে খালের পানি হইতে অদ্য ০৮/১২/২০২৪ ইং তারিখ চায়না রাইফেল/ এসএমজি/এলএমজি’র ৬১২ রাউন্ড সরকারী গুলি, ০১ টি খালি ম্যাগজিন এবং ০১ টি ওয়াকিটকি সেটের ব্যাটারী এবং গুলি রাখার ০১ টি বক্স পরিত্যক্ত অবস্থায় উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দতালিকা মূলে জব্দ করা হয়। অদ্য ০৮/১২/২৪ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানাধীন উল্লেখিত স্থান হইতে উদ্ধারকৃত গুলি, ম্যাগজিন, ওয়াকিটকি সেটের ব্যাটারী ও গুলি রাখার বক্স উদ্ধার করা হয়।
মোট উদ্ধার: চায়না রাইফেল/ এসএমজি/এলএমজি’র ৬১২ রাউন্ড সরকারী গুলি, ০১ টি খালি ম্যাগজিন এবং ০১ টি ওয়াকিটকি সেটের ব্যাটারী এবং গুলি রাখার ০১ টি বক্স উদ্ধার। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস