#ঘটনার সংক্ষিপ্ত বিবরণ: মাননীয় পুলিশ সুপার জনাব মো: আব্দুল্লাহ আল ফারুক, নোয়াখালী মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, জনাব নিত্যানন্দ দাস, সহকারী পুলিশ সুপার, চাটখিল সার্কেল মহোদয়ের তত্ত্বাবধানে এবং জনাব মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী, অফিসার ইনচার্জ, চাটখিল থানা, নোয়াখালী এর নেতৃর্ত্বে এসআই (নিরস্ত্র) সোহরাব হোসেন ( আইসি খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র, সঙ্গীয় এসআই (নিরস্ত্র) টটুন মজুমদার, এসআই (নিরস্ত্র)/ মোঃ আলমগীর হোসেন, ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অদ্য - ১৯/১০/২৪ ইং তারিখ বিশেষ অভিযান পরিচালনা করিয়া শুভ (২১), পিতা- মাসুদুর রহমান, মাতা- রুবিনা আক্তার, সাং- ছয়ানী টবগা (পাটোয়ারী বাড়ী প্রঃ নাজমুল ডাক্তারের বাড়ী), ০৮ নং ওয়ার্ড, চাটখিল পৌরসভা, থানা- চাটখিল, জেলা- নোয়াখালী দেখানো মতে লুন্ঠনকৃত ০১ টি মোটর সাইকেল, দস্যূতা কাজে ব্যবহৃত ০১ টি মোটর সাইকেল ও পরিত্যক্ত অবস্থায় ০২ টি, সর্ব মোট- ০৪ (চার) টি মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আসামী গ্রেফতার সংক্রান্তে অভিযান অব্যাহত আছে।
#গ্রেফতারকৃত আসামীর নাম-ঠিকানা ও ছবি: শুভ (২১), পিতা- মাসুদুর রহমান, মাতা- রুবিনা আক্তার, সাং- ছয়ানী টবগা (পাটোয়ারী বাড়ী প্রঃ নাজমুল ডাক্তারের বাড়ী), ০৮ নং ওয়ার্ড, চাটখিল পৌরসভা, থানা- চাটখিল, জেলা- নোয়াখালী
#জব্দকৃত/উদ্ধারকৃত আলামত: ১। লুন্ঠনকৃত ০১ টি মোটর সাইকেল, দস্যূতা কাজে ব্যবহৃত ০১ টি মোটর সাইকেল ও পরিত্যক্ত অবস্থায় ০২ টি, সর্ব মোট- ০৪ (চার) টি মোটর সাইকেল।
#মামলার বিবরণ: চাটখিল থানার মামলা নং-০৯, তারিখ-১৯/১০/২০২৪ ইং, ধারা- ৩৯২ পেনাল কোড।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস