Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Begumganj police in a special operation arrested notorious murderers, professional terrorists and recovered illegal weapons.
Details
বেগমগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত খুনি, পেশাদার সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার।
পুলিশ সুপার,নোয়াখালী মহোদয়ের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার(বেগমগঞ্জ সার্কেল) এর তত্ত্বাবধানে,অফিসার ইনর্চাজ এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে বেগমগঞ্জ মডেল থানার মামলা নং-২০, তাং-৮/৮/২০২১ খ্রিঃ, ধারা-৩৬৪/৩০২/২০১/৩৪ পেনাল কোড সংক্রান্তে তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামী কুখ্যাত খুনি ও পেশাদার সন্ত্রাসী আসামী ১। মোঃ রাশেদ(২৫), পিতা-রফিক উল্যাহ, সাং-বাহাদুরপুর ২। শাকিল (২৪), পিতা-মোহাম্মদ আলী, সাং-সুলতানপুর ৩। আব্দুস সালাম(২৪), পিতা-আবু সায়েদ, সাং-বাহাদুরপুর, সর্বথানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালীদেরকে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে বর্ণিত হত্যা মামলার ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রসহ আরো অস্ত্রসস্ত্র তাদের সহযোগী আসামী ৪। শাকিল(২২)এবং ৫। সুজন(২১)’দ্বয়ের হেফাজতে রাখার কথা স্বীকার করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক বর্ণিত আসামীদেরকে সঙ্গে নিয়া অভিযান পরিচালনা করিয়া আসামী শাকিল এবং সুজনকে গ্রেফতার করতঃ তাদের দেখানোমতে বসতঘর হইতে হত্যাকান্ডে ব্যবহৃত ১। ১টি বিদেশী পিস্তল এবং ২(দুই) রাউন্ড গুলি উদ্ধারসহ ২। ২(দুই)টি দেশীয় তৈরী এলজি ৩। ২(দুই) টি দেশীয় তৈরী পাইপগান এবং ৪(চার) রাউন্ড কার্তুজ ৪। ১(একটি) দেশীয় তৈরী ওয়ান শুটার গান উদ্ধারপূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয় এতদসংক্রান্তে বেগমগঞ্জ মডেল থানার মামলা নং-৫৪, তাং-২৫/৮/২০২১খ্রিঃ, The Arms Act, 1878 of 19A/19(f) রুজু করা হয়। আসামীদের বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেফতারী পরোয়ানা মূলতবী আছে।
Images
Attachments
Publish Date
25/08/2021
Archieve Date
31/08/2021