Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Regarding the exchange of views on the overall law and order situation in Bhasanchar with the newly joined Superintendent of Police of Noakhali District.
Details
নোয়াখালী জেলার সদ্য যোগদানকৃত পুলিশ সুপার এর সাথে ভাসানচরের সামগ্রিক আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ক মতবিনিময় সভা প্রসঙ্গে।*
অদ্য ২৪/০৮/২০২১ খ্রিঃ সময় ১২ঃ১০-১৩ঃ২০ ঘটিকা পর্যন্ত ভাসানচরস্থ রোহিঙ্গা ক্যাম্পের ০৯ নং সেলটারে আরআরআরসির তৃতীয় তলায় নোয়াখালী জেলার নব যোগদানকৃত পুলিশ সুপার জনাব মোঃ শহীদুল ইসলাম পিপিএম মহোদয়ের সাথে ভাসানচরের সামগ্রিক আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
*উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন*
০১. জনাব মোঃ শহীদুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, নোয়াখালী জেলা।
০২. জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, উপ- সচিব, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়।
০৩. জনাব শিপলী নোমান, অতিরিক্ত পুলিশ সুপার, এপিবিএন, ভাসানচর।
০৪. জনাব শামিমা আক্তার জাহান, ক্যাম্প ইনচার্জ, ভাসানচর।
০৫. মংসিং চাকমা,
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ভাসান চর।
এছাড়াও, অন্যান্য সরকারি সংস্থা নেভী, পুলিশ, গোয়েন্দা সংস্থা, মেডিকেল অফিসার, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
*আলোচ্য বিষয়*
০১. রোহিঙ্গা পালিয়ে যাওয়ার কারণ ও করণীয়।
০২. বিভিন্ন সরকারি সংস্থার কার্যক্রম সমূহ।
০৩. প্রত্যেক সংস্থার করণীয়।
০৪. পুলিশ সহ সরকারি সংস্থার স্থায়ী আবাসন সুবিধা।
০৫. মোবাইল কোর্টের মাধ্যমে পলায়নকালে আটক রোহিঙ্গাদের জরিমানার ব্যবস্থা ও দালাল চিহ্নিতকরণ।
০৬. আইন শৃঙ্খলা জোরদার করে পলায়ন প্রতিরোধ করা। ০৭। রোহিঙ্গা সংশ্লিষ্ট সেবাদানকারী সংস্থাসমূহের লজিস্টিক সাপোর্ট বাড়ানোর পরামর্শ।
Images
Attachments
Publish Date
24/08/2021
Archieve Date
31/08/2021